Moghnotay Dube Achi
ঋজু শব্দে ঋজু বাক্যের সম্পন্ন উচ্চারণে যখন গভীর বোধে টেক্সটকে নিরীক্ষা করা হয়, এবং সেখানকার মঁ মঁ সুরভিজুড়ে যখন বইতে থাকে কাব্য সুষমার অনিঃশেষ উচ্ছ্বাস, তখন তাকে কবিতা বিবেচনা করায় এক ধরনের স্বস্তি নেমে আসে। আদিত্য নজরুলের কবিতা শ্রাবণের বৃষ্টির ধারার মতো সেই স্বস্তি এনে দেয় উঠোনে এলিয়ে পড়া ক্লান্ত শরীরে। তারপর অসীম ক্ষমতা আর শারীরিক দৃঢ়তা নিয়ে স্নানে মাততে উদ্বুদ্ধ করে বিবিধ ধারায়। এমন মেদবর্জিত নিরেট টান টান উচ্চারণ তখনই সম্ভব যখন কবির ভাবনার গভীর থেকে ছুড়ে দেয়া শব্দগুচ্ছ পঙ্ক্তির আড়ালে নিরন্তর পঙ্ক্তি রচনা করে অচেনা রহস্যদেশে নিয়ে যেতে থাকে। কবির ‘মগ্নতায় ডুবে আছি’ গ্রন্থে শৈশব নস্টালজিয়া ঐতিহ্য নিসর্গ এক নতুন বিচেনায় ঐশ্বর্যময়। এই কবির কাব্যের স্মার্টনেস এবং আলঙ্কারিক পরিচ্ছদ রহস্যের গভীর থেকে উঠে অদৈত স্বরে ঘোষিত। তার কবিতা নিরন্তর বকবক করে না। অবাক বিরতির পর ভিন্ন রসায়নে গোলাবারুদের মিছিলের মতো মেতে ওঠে স্বাতন্ত্র্যে। কবিকে অভিনন্দন। - ওবায়েদ আকাশ..
- Reward Points: 10
- Brand: PORIBAR PUBLICATIONS
- Product Code: 9343165
- Availability: In Stock
- Author Name: Adittya Nazrul ,
- ISBN: 9789849343165
- Total Pages: 80
- Edition: 1st
- Book Language: Bangla
- Available Book Formats:Hard Cover
- Year: 2018
ঋজু শব্দে ঋজু বাক্যের সম্পন্ন উচ্চারণে যখন গভীর বোধে টেক্সটকে নিরীক্ষা করা হয়,
এবং সেখানকার মঁ মঁ সুরভিজুড়ে যখন বইতে থাকে কাব্য সুষমার অনিঃশেষ উচ্ছ্বাস,
তখন তাকে কবিতা বিবেচনা করায় এক ধরনের স্বস্তি নেমে আসে। আদিত্য নজরুলের কবিতা শ্রাবণের বৃষ্টির ধারার মতো সেই স্বস্তি এনে দেয় উঠোনে এলিয়ে পড়া ক্লান্ত শরীরে। তারপর অসীম ক্ষমতা আর শারীরিক দৃঢ়তা নিয়ে স্নানে মাততে উদ্বুদ্ধ করে বিবিধ ধারায়। এমন মেদবর্জিত নিরেট টান টান উচ্চারণ তখনই সম্ভব যখন কবির ভাবনার গভীর থেকে ছুড়ে দেয়া শব্দগুচ্ছ পঙ্ক্তির আড়ালে নিরন্তর পঙ্ক্তি রচনা করে অচেনা রহস্যদেশে নিয়ে যেতে থাকে। কবির
‘মগ্নতায় ডুবে আছি’ গ্রন্থে শৈশব নস্টালজিয়া ঐতিহ্য নিসর্গ এক নতুন বিচেনায় ঐশ্বর্যময়। এই কবির কাব্যের স্মার্টনেস এবং আলঙ্কারিক পরিচ্ছদ রহস্যের গভীর থেকে উঠে অদৈত স্বরে ঘোষিত। তার কবিতা নিরন্তর বকবক করে না। অবাক বিরতির পর ভিন্ন রসায়নে গোলাবারুদের মিছিলের মতো মেতে ওঠে স্বাতন্ত্র্যে। কবিকে অভিনন্দন।
- ওবায়েদ আকাশ
পিতা: গিয়াস উদ্দিন আহমেদ, মাতা: হালিমা আহমেদ, গ্রাম: বড়পুশিয়া, পো: ভাওয়াল চাঁদপুর, থানা: কাপাসিয়া, জেলা: গাজিপুর।প্রকাশিত কাব্যগ্রন্থ: অচিন ঠিকানায়-২০০২, অভিমানের তরী-২০০৪, শ্রাবণের যৌথ খামার-২০০৬, জরুরি আইন নয় ভালোবাসা জরুরি-২০০৮, সকলের থাকে গন্তব্যের তাড়া-২০১২, গলুইয়ে বাঁধা জীবন-২০১৬, ফেরার কোন তাড়া নেই-২০১৭, মগ্নতায় ডুবে আছি -২০১৮, ছুঁয়ে যাও না ছোঁয়ার ভান করে-২০১৯, চিরকুমার দুঃখগুলো-২০২০

